টাঙ্গাইল পুলিশ বিভাগে অগ্রণী ট্রেডিং কোম্পানীর জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৪ পিএম, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ | ৫১৪

টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়সহ ১৩টি থানায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের উদ্যোগে জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের হাতে কোম্পানীর পক্ষ থেকে এ স্প্রে মেশিন তুলে দেন অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাঙ্গাইলের বিজনেস ম্যানেজার মো. বেনজির কবির।

বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমানসহ ১৩ থানার প্রতিনিধি ও ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের টাঙ্গাইল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির পরিবেশক অগ্রণী ট্রেডিং কর্পোরেশনের উদ্যোগে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়সহ ১৩টি থানার জন্য মোট ১৪টি ১৬ লিটারের জীবানুনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।