নাগরপুরে মহান বিজয় দিবস ২০১৭ পালিত

দিনভর নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার প্রত্যুশে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আ’লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
পরে উপজেলা চত্বরে শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইউএনও আসমা শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছালাম দুলাল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন,মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন প্রমুখ।