সখীপুরে ১ মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৯ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৪৩০

সখীপুরে এক মাদক ব্যবসায়ীকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার বিকেলে আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা। এসময় বাবুল হোসেন (৫০) নামের ওই ব্যক্তিকে এ সাজা দেওয়া হয়। বাবুল হোসেন বাসাইলের জসীহাটী গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, উপজেলার কালিয়ান বাজারের পাশে ওই ব্যক্তি গাঁজা বিক্রি করছিল। এসময় এলাকাবাসী ওই মাদকসেবীকে ২৫০ গ্রাম গাঁজাসহ আদালতে সোর্পদ করেন। আদালত তাৎক্ষণিক সাক্ষ্য প্রমাণ সাপেক্ষে বাবুলকে একবছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের সাজা বৃদ্ধি করা হয়। 

সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা জানান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এ সাজা দেওয়া হয়েছে।