যুক্তরাষ্ট্রে মোট ১৪৯ বাংলাদেশির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০ | ৪৭৫
যুক্তরাষ্ট্রে করোনায় একদিনে ৬ বাংলাদেশিসহ প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৪৯ জন প্রবাসী বাংলাদেশি মারা গেলেন। আর মোট মৃতের সংখ্যা ২৮ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। নতুন করে আরও ৩০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৬ লাখ ৪৪ হাজারের বেশি। 


যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। তাদের প্রশংসায় এখন পঞ্চমুখ সবাই।

হাসপাতালে বেড সঙ্কটে প্রতিদিন নতুন আক্রান্তদের অনেকে বাড়িতেই আইসোলেশনে আছেন, চিকিৎসা নিচ্ছেন।