দেশে করোনায় মৃত্যু ৫০, নতুন শনাক্ত ২১৯


গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫০ জনের মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ২১৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত শনাক্ত হলো ১ হাজার ২৩১ জন।
আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন সাত জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৯ জন।
স্বাস্থ্য বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৪৮টি। নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭৪০টি। পরীক্ষার সংখ্যাটি গতকালের তুলনায় যা কিছুটা কম। এর কারণ ব্যাখ্যায় তিনি বলেন, এখন পর্যন্ত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারাল সেন্টারের রিপোর্ট আমাদের হাতে আসেনি। এই জন্য আমাদের আজকের পরীক্ষার সংখ্যা কম দেখাচ্ছে।
তিনি মারা যাওয়া চারজন সম্পর্কে বলেন, গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ষত্তুরোর্ধ্বো দুজন, আরেকজন সিলেট ওসমানী মেডিক্যালের চিকিৎসক, তার বয়স ইতোমধ্যে সবাই জেনেছেন ৫০ বছর, আরেকজনের একজন ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।
মৃত এই চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী বলে জানান তিনি।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। সেদিন দেশে তিনজনের শরীরে করোনা শনাক্তের কথা জানায় আইইডিসিআর। এরপর দুজন-তিনজন করে বাড়তে বাড়তে মাস শেষে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় মোট ৫১ জনে। এ মাসের প্রথম সপ্তাহেও আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণেই ছিল, তবে দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই ঊর্ধ্বগতিতে বাড়তে থাকে করোনায় আক্রান্তের সংখ্যা। আর তাতেই গতকাল দেশে আক্রান্তের সময়সীমা এক মাস এক সপ্তাহ পার হতে না হতেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে।