বাসাইলে শশুড়বাড়ি এসে জরিমানা দিল জামাই, বাড়ি লকডাউন

বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪৫ পিএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ৭১৪

টাঙ্গাইলের বাসাইলে শশুড়বাড়ি এসে এলোপাথারি ঘোরাফেরা করায়  একজনকে ৫ হাজার টাকা জরিমানা একই সাথে ওই বাড়িকে লকডাউন ঘোষনা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার পৌরএলাকার পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে মোঃ আলম মিয়ার বাড়িটি লকডাউন করেন বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী। এসময় তার মেয়ের জামাইকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
 জানাযায়, ১০ এপ্রিল শুক্রবার আলম মিয়ার মেয়ের জামাই নাহিদ ইসলাম তার কর্মস্থল ঢাকার এয়ারপোর্ট এলাকা থেকে বাসাইলে শশুড়বাড়িতে উঠে। করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার ঘুনাই পাড়ায় এবং কর্মস্থল ঢাকায় যাতায়াত করতে থাকেন। স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সাথে বাকবিতন্ডায়  জড়িয়ে পড়েন নাহিদ। এতে ক্ষিপ্ত হয়ে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে, প্রশাসন সোমবার ৪ সদস্যের ওই বাড়িটি লকডাউন করে দেয়।