টাঙ্গাইলে করোনায় নতুন করে ৫ জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৩ এএম, সোমবার, ১৩ এপ্রিল ২০২০ | ১৬৮৮

টাঙ্গাইলে নতুন করে করোনাভাইরাসে আরোও ৫ জন আক্রান্ত হয়েছেন । এদের মধ্যে তিন জন ভূঞাপুর, একজন মধুপুর ও একজন নাগরপুর উপজেলার বাসিন্দা। এই নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

আক্রান্ত রোগীদের নিজ গ্রাম ভূঞাপুরের শাবলকুড়া ও জিগাতলা, নাগরপুরের খাগুরিয়া এবং মধুপুরের অরনখোলা এলাকা লকডাউন ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গতকাল রাতে ঢাকার রোগতন্ত্র, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে মুঠোফোনে তাকে নতুন ৫ জন আক্রান্তের তথ্য জানানো হয়। রোববার এই ৫ জনসহ মোট ৭০ জনের নমুনা জেলার বিভিন্ন উপজেলা থেকে সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিলো। আক্রান্ত রোগীার  পাঁচ জনের মধ্যে ভূঞাপুরের শাবলকুড়া একজন ও জিগাতলা দুইজন, মধুপুরের অরনখোলার একজন ও নাগরপুর উপজেলার একজন খাগুরিয়ার বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে মির্জাপুর ও ঘাটাইলে দুই ব্যক্তি করোনা আক্রান্ত হন। তাদের দুজনকেই ঢাকার বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত জেলায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ৭৫৬ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন ৫৩ জন। আইসোলেশনে আছেন ২ জন।