দেশে একদিনেই ১৩৯ নতুন করোনা রোগী শনাক্ত,মৃত্যু ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, রোববার, ১২ এপ্রিল ২০২০ | ৫৭৪

দেশে টানা দুই দিন কমার পর ফের বেড়েছে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যায়। গত ২৪ ঘণ্টায় ১৩৯ জন করোনারোগী শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ। এছাড়াও ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ৬২১ জন করোনারোগী শনাক্ত হলো। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৪ জনে।

আজ রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় আরো সুস্থ হয়েছেন তিনজন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মোট ৩৯ জন সুস্থ হলেন।

সেব্রিনা ফ্লোরা জানান, নতুন আক্রান্তদের মধ্যে ৯৬ জন পুরুষ, ৪৩ জন নারী।

জেলা ভিত্তিক বিশ্লেষণে তিনি বলেন, নতুন আক্রান্ত ১৩৯ জনের মধ্যে ৬২ জন ঢাকা সিটির বাসিন্দা, বাকীরা ঢাকা সিটির বাইরের।

এছাড়াও নতুন করে চারটি জেলাতে করোনাভাইরাসের সংক্রমণ ঘটেছে জানিয়ে তিনি বলেন, ‘নতুন আক্রান্ত জেলা চারটি। সেগুলো হলো- লক্ষীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও এবং ঝালকাঠি।’ তবে এসব জেলায় আক্রান্ত হওয়া করোনারোগীরা সম্প্রতি নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে এসব জেলায় এসেছেন বলেও উল্লেখ করেন তিনি। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে তিনজন পুরুষ এবং একজন নারী বলে উল্লেখ করেন তিনি।