টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০১ এএম, বুধবার, ৮ এপ্রিল ২০২০ | ৯২৯

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে মঙ্গলবার টাঙ্গাইলে যখন লকডাউনের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসন। ঠিক তখনই বিশ্বব্যাপী করোনাভাইরাস (কোভিড-১৯) এর থাবা দিয়েছে টাঙ্গাইলের মির্জাপুরে ভাওড়া ইউনিয়নে। টাঙ্গাইলে এই প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হল। 

ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলা বৈরাগী ভাওড়া পশ্চিম পাড়ায়। তিনি নারায়নগঞ্জের একটি হাসপাতালে কাজ করেন। তিনি রবিবার নারায়নগঞ্জ থেকে মির্জাপুরে নিজ বাড়িতে আসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাকসুদা খাতুন।

তিনি বলেন, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের এক ব্যক্তি গত রোববার (০৫ এপ্রিল) নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে তার গ্রামের বাড়িতে আসেন। পরে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে গত ৬ এপ্রিল ঢাকার রোগ তত্ত্ব, রোগ নিরাময় ও নিয়ন্ত্রণ কেন্দ্র (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। এরপর মঙ্গলবার (০৭ এপ্রিল) রাতে পরীক্ষার ফলাফল পাওয়া যায়। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। এই স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, আক্রান্ত ওই ব্যক্তিকে তার বাড়িতে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে। আর তার বাড়ির আশেপাশের পাড়া-মহল্লা লকডাউন করা হয়েছে।

টাঙ্গাইলের সিভিল সার্জন সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে মির্জাপুরে তার গ্রামের বাড়িতে আসেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠায়। গতকাল রাত ১০টার দিকে সেখান থেকে মুঠোফোনে আমাকে ওই ব্যক্তির শরীরে করোনা শনাক্ত করার কথা জানানো হয়।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেক বলেন ওই গ্রামের একটি পাড়ার ৩০ টি পরিবার লকডাউন করা হয়েছে । কেউ বের এবং প্রবেশও করতে পারবেন না। তিনি আরও বলেন আক্রান্ত ব্যক্তিকে এ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাতেই ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।