ভোলার চরফ্যাশনে সংসদ সদস্য জ্যাকবের খাদ্য সহায়তা বিতরণ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫২ পিএম, রোববার, ৫ এপ্রিল ২০২০ | ১৭৩

করোনাভাইরাস(কোভিড-১৯) সংক্রামণ মোকাবেলায় হতদরিদ্র, ঘরবন্দী কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন চরফ্যাশন-মনপুরার সংসদ সদস্য ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

রোববার (৫এপ্রিল) সকালে ভোলার চরফ্যাশন টিবি স্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৭শ’ হতদরিদ্র কর্মহীন পরিবার এবং ৩শ’ ঘরমুখী কর্মহীন শ্রমিকের মধ্যে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

এ সময় সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপি নোভেল করোনাভাইরাস সংক্রামণ মোকাবেলায় যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন, তা আমাদের সকলকে অনুসরণ করে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ নিজ বাসা,বাড়িতে অবস্থান করতে হবে।

তিনি আরো বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রামণের কারণে বিশ্ব এখন বড় ধরণের বিপর্যস্ত। ধনী, দরিদ্র, উন্নত বা উন্নয়শীল, ছোট বা বড় অনেক দেশের মানুষ আজ কমবেশী এই প্রাণঘাতী ভাইরাস দ্বারা আক্রান্ত।

খাদ্য সহায়তা বিতরণ সময় আরো উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলার চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র বাদলকৃষ্ণ দেবনাথ, পৌর আ’লীগের সাধারন সম্পাদক ও নীলিমা জ্যাকব কলেজের অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, চরফ্যাসন প্রেসক্লাব সভাপতি ও কুকরি মুররি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম মহাজন প্রমুখ।