বীরগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশিত: ০২:৩৫ পিএম, রোববার, ৫ এপ্রিল ২০২০ | ৪৯১

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিজস্ব অর্থায়নে রোববার সকালে করোনা ভাইরাসের কারণে দেশের বর্তমান লকডাউন পরিস্থিতিতে সাড়ে ৫০০ পরিবারের মাঝে চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করেন ৭নং সাতোর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন রাজা।

এসময় সাতোর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শেখ, পৌরসভার কাউন্সিল আব্দুল্লাহ আল হাবিব, চৌপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল সাত্তার মিলন সরকার, জিন্দাপীর দারুস সালাম দাখিল মাদ্রাসার সুপার সাইফুল ইসলাম, চৌপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, সাতোর ইউনিয়ন ৭নং ওর্য়াড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম রাব্বু ও বিশিষ্ট ব্যবসায়ী মোশাররফ হোসেন জুয়েল উপস্থিত ছিলেন।