বাগেরহাটে সরকারি  ১৮ বস্তা  চালসহ আটক এক

শেখ সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
প্রকাশিত: ০১:৪৭ পিএম, শনিবার, ৪ এপ্রিল ২০২০ | ৫৫৯

বাগেরহাটে শরণখোলায় পাচারের উদ্দেশে রাখা ১৮ বস্তা সরকারি চালসহ লিটন মুন্সি নামে এক দোকানিকে আটক করা হয়েছে।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরদার মোস্তফা শাহিন উপজেলার তাফালবাড়ি বাজারের একটি দোকানে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করেন। এবং দোকানে থাকা লিটন মুন্সিকে আটকের নির্দেশ দেন।

শরণখোলা ইউএনও সরদার মোস্তফা শাহিন বলেন, মার্চের শেষের দিকে ডিলার তারিকুল ইসলাম তারেক ১০ টাকা মূল্যের চাল বিক্রি না করে ৩০ কেজি ওজনের ১৮ বস্তা চাল অধিক লাভের আশায় তাফালবাড়ি বাজারের লিটনের দোকানে মজুদ রাখেন। এখবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ওই সরকারি চালসহ ব্যবসায়ী লিটন মুন্সিকে আটক করি। আটক লিটন মুন্সি উপজেলার রায়েন্দা গ্রামের মজিদ মুন্সির ছেলে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আবু সাইদ বলেন, সরকারি চাল জব্দ ও একজনকে আটকের ঘটনায় উপজেলা খাদ্য বিভাগের পক্ষ থেকে এক কর্মকর্তা বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জড়িত ডিলার তারিকুল ইসলাম তারেককে গ্রেফতারের চেষ্টা চলছে। ডিলার তারেক শরণখোলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজের ছোট ভাই।