ভূঞাপুরে ডাক্তার ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন শিল্পপতি বাবু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, রোববার, ২৯ মার্চ ২০২০ | ৪৭০

টাঙ্গাইলের ভূঞাপুরে রোববার (২৯ মার্চ) বিকালে নিজ উদ্যোগে ডাক্তার ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেন শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম বাবু।

করোনা ভাইরাসের কারণে নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত সব পেশার মানুষ। পেশাগত দায়িত্ব পালনে অনেকেই যখন আতঙ্কিত। এমন পরিস্থিতিতে গোবিন্দাসীর সন্তান, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মোঃ শফিকুল ইসলাম বাবু'র ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার হাসপাতাল, উপজেলা প্রশাসন, তিনটি ইউনিয়ন, একটি মাদ্রাসা ও সাংবাদিকদের মাঝে পিপিই বিতরণ করেছেন।

এ প্রসঙ্গে শফিকুল ইসলাম বাবু বলেন, জাতীয় এই সংকটময় মুহুর্তে আমাদের যে যার অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দেয়া দরকার। এই দায়বদ্ধতা থেকে আমি এসব সুরক্ষা উপকরণ বিতরণ করেছি। সব মিলিয়ে তিনি ১৫০ পিচ পিপিই, ৫ হাজার মাস্ক ও ১০ লিটার হ্যান্ড সেনেট্রাইজার বিতরণ করেছেন। এর আগেও তার নিজ উদ্যোগে ভূঞাপুরের গোবিন্দাসীতে ২ হাজার মাস্ক বিতরণ করেছেন।