রাজিক চেয়ারম্যানের করোনা প্রতিরোধে জীবানুনাশক স্প্রে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | ৪৬৪

টাঙ্গাইলের বাসাইল উপজেলার ৫ নং কাশিল ইউনিয়নের চেয়ারম্যান রাজিক করোনা প্রতিরোধে নানা পদক্ষেপ নিয়েছে।

প্রশাসনের পাশাাপাশি  তিনি ব্যক্তিগত উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে কাজ করে যাচ্ছেন। কাশিল ইউনিয়নে ইতিমধ্যে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ শুরু করেছেন এবং নিজ হাতে জীবানুনাশক ওষুধ ছিটানোর কাজ করে যাচ্ছেন ।

বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের বিভিন্ন ষ্ট্যান্ডে সিএনজি ইজিবাইক অটো রিক্সা এ জীবানুনাশক ওষুধ স্প্রে করা হয়। তার এ উদ্যোগকে জনগন, যাত্রী ও গাড়ির চালকরা সাধুবাদ জানিয়েছে।

কাশিল ইউনিয়নের রাজিক জানান, সারা বিশ্বে এখন করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এবং সকল মানুষকে সচেতন করতে এ কর্মসূচী হাতে নিয়েছি।