ভূঞাপুর স্বাধীনতা দিবস উদযাপিত  

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৭ পিএম, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | ৫১২

সারা দেশের ন্যায় করোনা ভাইরাসের সংক্রামন রোধে স্বল্প পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করেছে ভূঞাপুর উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে স্বাধীনতা দিবসের উদ্বোধন করা হয়।

পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শহীদদের আত্নার মাগফেরাত কামনায় এক মিনিটে নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অাব্দুল হালিম, সহকারি কমিশনার (ভূমি) মো. অাসলাম হোসাইন,  থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান অালিফ নুর মিনিসহ স্থানীয় অাওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।