টাঙ্গাইল সদরে এমপির বিনামূল্যে মাস্ক বিতরণ


বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে টাঙ্গাইল সদরে ১২টি উপজেলায় ও পৌরসভায় সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোয়ার হোসেনর পক্ষে টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগ কয়েক হাজার মাস্ক ও লিফলেট বিতরণ করেছে।
বুধবার (২৫ মার্চ) সকালে স্থানীয় সংসদ এর দিঘুলীয়া নিজ বাসভবন তৃণমূলে এ মাস্ক বিতারণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান,সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা,যুগ্ম সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী,শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু,আওয়ামীলীগ নেতা আব্দুল আলীম প্রমুখ।