মির্জাপুরে ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, সোমবার, ২৩ মার্চ ২০২০ | ৩৯৭

টাঙ্গাইলের মির্জাপুরে করোনা ভাইরাস নিয়ে আতস্ক ছড়িয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও কৃত্রিম সংকট তৈরির অভিযোগে ৪ ব্যবসায়ীকে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. আবদুল মালেক এ অভিযান পরিচালনা করেন। জরিমানা প্রাপ্তরা হলেন, সোহাগপুর বাজারের চাল ব্যবসায়ী মো. লুৎফর রহমান (৫০) কে ২০ হাজার, বিপ্লব সরকার (৩৪) কে ৩০ হাজার, রতন সরকার (৪৫) কে ৩০ হাজার টাকা, এবং মো. শরিফুল ইসলাম (২৮) কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাকসুদা খানম, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান প্রমুখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল মালেক জানান, জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে বাজারে গিয়ে দ্রব্যমূল্যের দাম বেশি রাখার সত্যতা পাওয়া যায়। পরে ৪ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। প্রতিনিয়ত এ অভিযান অব্যাহত থাকবে।