মানবতার প্রতিধ্বনি সংগঠনের লিফলেট ও মাস্ক বিতরণ

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী
প্রকাশিত: ০৪:৫২ পিএম, সোমবার, ২৩ মার্চ ২০২০ | ৪৭৪
সারাদেশে করোনা ভাইরাসের আতঙ্কের মুহুর্তে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার প্রানকেন্দ্রে অবস্থিত  মানবতার প্রতিধ্বনি স্বেচ্ছাসেবী সংঘের  সকল সদস্যের মতের ভিত্তিতে করোনা প্রতিরোধে জনসচেতনতা মুলক কার্যক্রমের অংশ হিসাবে প্রথম ধাপে ৩০০ জন ও দ্বিতীয় ধাপে ৩০০ জন মানুষকে (রিক্সা চালক+গরিব অসহায় পথচারী) মানুষকে ফ্রীতে মাস্ক ও লিফলেট বিতরণ  করা হয়।
 
মানবতার প্রতিধ্বনি টিফিনের টাকায় পরিচালিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন, প্রত্যেক সদস্য দিন ২ টাকা করে তাদের মানবতার বক্স এ জমা করে এবং মাস শেষে অফিসে জমা দেয়,সেখান থেকেই ইভেন্ট গুলো সম্পন্ন হয়ে আচ্ছে
 
উল্লেখ্য যে জানুয়ারি, ফেব্রুয়ারী ও মার্চ মাসের জমানো টিফিনের  টাকা দিয়ে জনসচেতনতা সৃস্টির লক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ মূলক লিফলেট বিতরণ ও ফ্রী তে ৬০০ মাস্ক বিতরণ করা হবে।
 
মানবতার প্রতিধ্বনি সংগঠন টির প্রতিষ্ঠাতা সভাপতি আসাদুজ্জামান পিয়াল এর সাথে কথা হলে তিনি জানান, সকল সেচ্ছাসেবী দের আহ্বান জানাচ্ছি আপনারা চুপ করে বসে না থেকে এগিয়ে আসুন।দেশ ও দেশের মানুষের জীবনের স্বার্থে আপনাদের জরুরী পদক্ষেপ গ্রহন করা দরকার। আর সময় নেই। করোনা ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবক দরকার হলে আমাদের জানাবেন, মানবতার প্রতিধ্বনির ৩০০+ কর্মী প্রস্তুত আছে স্বেচ্ছাসেবক হওয়ার জন্য।