করোনা প্রতিরোধে টাঙ্গাইলে ইজি বাইকে স্প্রে শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, রোববার, ২২ মার্চ ২০২০ | ১২৪৬

করোনা-ভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে দিঘুলীয়া-সাকরাইল ইজি বাইক মালিক-চালক সঞ্চয় সমিতি ইজি বাইকে করোনাভাইরাস সংক্রামণ থেকে মুক্ত রাখার লক্ষে স্প্রে শুরু করেছেন।

আজ রোববার সকালে শহরের কাসাপট্টি সড়কে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রেডক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারি এবং আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এমএ রৌফ, স্থানীয় পৌর কাউন্সিলর শফিকুল হক শামিম, দিঘুলীয়া-সাকরাইল ইজি বাইক মালিক-চালক সঞ্চয় সমিতির উপদেষ্টা সাংবাদিক এসএম আওয়াল মিয়া, সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ লিমন, সহসভাপতি মামুনুর রশিদ মামুন, যুগ্ন সম্পাদক মীর বাবলু, সাংগাঠনিক সম্পাদক সৈয়দ সম্রাট ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম।