ধনবাড়ীতে ফটিকের বিরুদ্ধে লিখিত অভিযোগ

ধনবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ০২:৫০ পিএম, রোববার, ১৫ মার্চ ২০২০ | ৩৮০

টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা ইউনিয়নের বৈরান নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোন করে বিক্রি করায় মাদ্রাসা নদী গর্ভে বিলিন হওয়ার শংষ্কায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের বাসিন্ধা মো: বাবুল জোয়ার্দ্দার নামের এক ব্যাক্তি লিখিত ভাবে ১৫ মার্চ রবিবার ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী বাবুল জোয়ার্দ্দার ও স্থানীয় এলাকাবাসী শামছুল হক টুক্কু, লাভলু জোয়ার্দ্দার, সিদ্দিক হোসেন সহ আরো অনেকে জানান, ভাতকুড়া গ্রামের বাদশা শেখের ছেলে হাফিজুর রহমান ফটিক তার বাহামভূক্ত লোকজন নিয়ে প্রভাব খাটিয়ে দীর্ঘদিন যাবত বৈরান নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোন করে বিক্রি করায় মাদ্রাসা নদী গর্ভে বিলিন হওয়ার শংষ্কা রয়েছে।

তাকে এলাকাবাসীসহ আমি মৌখিকভাবে বারবার জানানোর পরও কর্ণপাত করেনি। তাই লিখিত ভাবে আজ ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দিয়েছি। আমরা চাই যাতে সরকার ঘোষিত অবৈধ ড্রেজার দিয়ে নদী থেকে যাতে বালু উত্তোলন কওে বিক্রি করতে না পারে। এজন্য প্রশাসনিকভাবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর হস্তক্ষেপ কমনা করছি।