বাংলাদেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত নেই

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৭:০৪ পিএম, শনিবার, ১৪ মার্চ ২০২০ | ৪৩৯
 
বাংলাদেশে এই মুহূর্তে করোনা আক্রান্ত নেই বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।


শনিবার (১৪ মার্চ) দুপুরে করোনা ভাইরাস নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা এ তথ্য জানান। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর।

অধ্যাপক মীরজাদী সেব্রিনা বলেন, গত ২৪ ঘণ্টায় ২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তাদের কারো শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। আপনাদের আরও একটি সুখবর দিতে চাই। দেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে দুজনকে করোনামুক্ত দেখেছি। তৃতীয়জনের প্রথম টেস্টে নেগেটিভ এসেছে, ২৪ ঘণ্টা পর আমরা আরেকটি পরীক্ষা করবো, সেখানেও যদি নেগেটিভ আসে, তাহলে তাকেও আমরা ছেড়ে দেবো।

তিনি আরো বলেন, করোনা ভাইরাসের উপস্থিতি আছে, এমন কোনও মানুষ এই মুহূর্তে বাংলাদেশে নেই। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে কোভিড-১৯ সংক্রান্ত কল এসেছে ৩ হাজার ৬০৩টি এবং সরাসরি এসে সেবা নিয়েছেন ৩১ জন।