ভূঞাপুরে ‘আনন্দ টিভি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, বুধবার, ১১ মার্চ ২০২০ | ৬২৬

“হৃদয়ের কথা বলে” এই শ্লোগান কে সামনে নিয়ে টাঙ্গালের ভূঞাপুরে বেসরকারি টিভি চ্যানেল ‘আনন্দ টিভি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকাল ১১ টায় আনন্দ টিভির টাঙ্গাইল  জেলা প্রতিনিধি আল-আমিন শোভনের উদ্যোগে ভূঞাপুর প্রেসক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে

প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বাসস্ট্যান্ড চত্বর হয়ে পুর্নরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূঞাপুর প্রেসক্লাবে কেক কাটা ও আলোচনা সভা করা হয়।

আল আমিন শোভনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, সভাপতি শাহ্ আলম প্রামানিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মো. আতোয়ার রহমান তালুকদার প্রমুখ।

এসময় ভূঞাপুর ও গোপালপুর প্রেসক্লাবের সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।