মির্জাপুরে ৬ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ


টাঙ্গাইলের মির্জাপুরে এক স্কুলছাত্র ৬ দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো. মারুফ সিকদার (১৫)। সে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার ডঃ আয়েশা রাজিয়া খন্দকার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র। রোববার ০১ মার্চ বিকেল পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি।
পারিবারিক সূত্র জানায়, গত ২৪ ফেব্রয়ারি বিকেল ৪ টার সময় স্কুল থেকে বাসায় ফিরে ড্রেস পরিবর্তন করে খাবার খেয়ে খেলার জন্য বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু সন্ধার পরও মারুফ বাসায় ফিরেনি অনেক খোজঁ করেও তাকে আর পাওয়া যায়নি।
এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
রোববার (০১মার্চ) তার বাবা মো. আজমত সিকদার বাদী হয়ে মির্জাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার উপ-পরিদর্শক আবু সাদেক জানান, মারুফ নিখোঁজ রয়েছে এই মর্মে তার বাবা থানায় একটি ডিজি করেছেন, তাকে খোঁজে বের করতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।