মধুপুর-ধনবাড়ীতে জাতীয় বীমা দিবস পালিত


মুজিব বর্ষ উপলক্ষ্যে ১লা মার্চ কে জাতীয় বীমা দিবস ঘোষণা করেছেন প্রধান মন্ত্রী। তারই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে রবিবার( ১লা মার্চ ২০ইং) দুপুর সাড়ে ১১ টায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ধনবাড়ী উপজেলার ৫টি বীমা কোম্পানীর কর্মকর্তা সহ সকল সদস্যদের অংশ গ্রহনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি ধনবাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, ধনবাড়ী উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান খান, প্রগতি লাইফ ইনসিওরেন্স এর ধনবাড়ী শাখার ম্যানেজার জাহেদুল ইসলাম রনি, ইউনিট ম্যানেজার আব্দুর রউফ রব্বানী, সানলাইফ ইনসিওরেন্স কোম্পানী ধনবাড়ী শাখার জুনিয়র এমডি শফিকুল ইসলাম, যুগ্ম প্রকল্প পরিচালক আ: খালেক, জেনারেল ম্যানেজার আ: হালিম,ন্যাশনাল ইনসিওরেন্স কোম্পানীর কল্পনা আক্তার সহ অন্যান্য বীমা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।
অনুষ্ঠানে প্রগতি লাইফ ইনসিওরেন্স, সানলাইফ ইনসিওরেন্স, ন্যাশনাল ইনসিওরেন্স, ফারইস্ট লাইফ ইনসিওরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইনসিওরেন্স কোম্পানীর অংশ গ্রহন করে উপজেলা প্রাঙ্গণে বিভিন্ন স্টল প্রদর্শন করে জনসাধারন কে বীমার সুবিধা অসুবিধা তুলে ধরেন।