টাঙ্গাইলে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, রোববার, ১ মার্চ ২০২০ | ৫৬৭
টাঙ্গাইলে রাসেল মিয়া (৩০) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
 
রোববার সকালে সদর উপজেলার পৌরসভার বেড়াবোচনা বউবাজার এলাকার একটি সুপারি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাসেল মিয়া ওই গ্রামের মাজম আলীর ছেলে৷ 
 
রাসেল এলাকায় মাদকসেবী হিসেবে পরিচিত ছিলো। 
 
টাঙ্গাইল সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, সকালে স্থানীয়রা একটি গাছের সাথে রাসেলের ফাঁসিতে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। নিহতের ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।