মাভাবিপ্রবিতে ”চাকুরী মেলা ও খাদ্য প্রদর্শনী” অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:২৫ পিএম, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০ | ১৮৮

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে ”চাকুরী মেলা ও খাদ্য প্রদর্শনী” অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধনী ঘোষণা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রোকেয়া বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এ. কে. ওবায়দুল হক এবং স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. আবু জুবাইর।

মেলায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ দেশের বিভিন্ন স্বণামধন্য খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের কাছ থেকে পরামর্শ নিয়ে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের গ্রাজুয়েটদের জন্য কারিকুলাম তৈরি করতে হবে, যেন গ্রাজুয়েটরা চাকুরীর মাঠে সফল হতে পারে।