টাঙ্গাইলে প্যানেল গঠন করে শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩২ পিএম, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২০ | ৫৮১

টাঙ্গাইলে ২০১৮ সালে প্রাথমিকে সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্যানেল গঠন করে নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।

সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা প্যানেল বাস্তবায়ন কমিটির আয়োজনে ঘন্ট্যাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কমিটির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মো. সুজনসহ শিক্ষক নিয়োগ পরীক্ষায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীরা।

প্যানেলের মাধ্যমে ২০১৪ সাল পর্যন্ত ৪৩ হাজার শিক্ষক নিয়োগ দেয়া হয়েছ। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের কোন বিজ্ঞপ্তি হয়নি। অতিদ্রুত এই সব পরীক্ষার্থীদের নিয়োগের ব্যবস্থা না করা হলে তাদের চাকরির বয়স শেষ হয়ে যাবে। তাই সরকারের নিকট অতিদ্রুত এসব শিক্ষকে পরীক্ষার্থীদের প্যানেলে নিয়োগের দাবি জানান তারা। মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।