শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৪৮ পিএম, রোববার, ২৩ ফেব্রুয়ারী ২০২০ | ৭৪১

নাটোরের বড়াইগ্রামে শেখ রাসেল স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় চাঁচকৈড় শিক্ষা সংঘকে ২-১ গেমে (সেটে) হারিয়ে নাটোর ইমরান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার রাতে বড়াইগ্রাম পৌরসভা মাঠে বড়াইগ্রাম সরকারী অনার্স কলেজের সহকারী অধ্যাপক শফিউজ্জামান তিতু আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন।

বড়াইগ্রাম পৌর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি মো: কাউসার আহমেদ অপুর সভাপতিত্বে সম্পাদক সোহেল সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে পৌর সচিব জালাল উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সামাদ সরকার, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি অহিদুল হক, যুগ্ন সম্পাদক মোহাম্মদ আলী গাজী, কোষাধ্যক্ষ আসাদুল ইসলাম ও ব্যবসায়ী আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ৮ টিমের এ খেলাটি পরিচালনা করেন জাহিদুল ইসলাম, হাবিবুর রহমান সাদ্দাম, তানভির আহমেদ সাগর ও নাসিম আহমেদ।