ভোলায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত


ভোলায় প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভোলা সরকারি স্কুল মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আ’লীগ,বিএনপি,মুক্তিযোদ্ধা সংসদ,বিজেপি,ভোলা প্রেসক্লাব,কৃষিবিদ ইনষ্টিটিউশন বাংলাদেশ ভোলা শাখা, ভোলা থিয়েটার সহ রাজনৈতিক সামাজিক বিভিন্ন সংগঠন, স্কুল কলেজের শিক্ষার্থীরা ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানায়।
এছাড়া জেলার বোরহানউদ্দিন,দৌলতখান,লালমোহন,তজুমদ্দিন,মনপুরা ও চরফ্যাশন উপজেলায় প্রশাসনে উদ্যোগে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।