লৌহজং নদীর দুই পাড়ে অবৈধ দখলদার মুক্ত করণের জন্য সীমানা নির্ধারণ


আগামী ২৩শে ফেব্রুয়ারি, সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও নদী উদ্ধার কার্যক্রম এর অংশ হিসেবে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে, লৌহজং নদীর দুই পাড়ে অবৈধ দখলদার মুক্ত করার জন্য সীমানা নির্ধারণ করা হয়েছে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার( ভূমি) উপমা ফারিসা এবং তার দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সীমানা নির্ধারণ করে লাল রং এবং খুঁটি পুঁতে সীমানা চিহ্নিত করেন।
এ সময় পানি উন্নয়ন বোর্ড এর সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নুরুজ্জামান এবং টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল সহ অন্যান্য কমিশনারবৃন্দ উপস্থিত ছিলেন।