নাগরপুরে সরোয়ার ডাকাত জনতার হাতে আটক

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৪২ পিএম, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০ | ৭৫৭

টাঙ্গাইলের নাগরপুরে ডাকাতির প্রস্তুতি কালে জনতার হাতে সরোয়ার হোসেন (৪১) সরো ডাকাত কে আটক করেছে জনতা।

সোমবার সন্ধ্যায় তাকে গণধোলাই দিয়ে নাগরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সে উপজেলার বাবনা পাড়া গ্রামের মৃত লেচু মিয়ার ছেলে।

সরো ডাকাতের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে নাগরপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আলম চাঁদ।সোমবার রাতে উপজেলার কাশাদহ গ্রামের বাদ্যকর পাড়ায় এ ঘটনা টি ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বাবনা পাড়া গ্রামের লেচু মিয়া ওরফে নেইতা মিয়ার ছেলে দেলোয়ার হোসেন সরোয়ার (৪১) অজ্ঞাতনামা আরো ২জন সহযোগি সহ সোমবার সন্ধ্যায় উপজেলার কাশাদহ গ্রামের রঞ্জিত বাদ্যকারের বাড়ীতে ডাকাতি করতে যায়। ডাকাতির প্রস্তুতি কালে বাড়ীর লোকজন টেরপেয়ে চিৎকার করতে থাকে।

এসময় সরো ডাকাতে দুই সহযোগি পালিয়ে গেলেও সরো ডাকাত হাতেনাতে ধরা পরে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে জনতা। ধৃত সরোয়ারের বিরেুাদ্ধে চুরি ডাকাতি, মাদক বোমাবিস্ফোরনের ঘটনার একাধিক অভিযোগ রয়েছে।