ভোলায় কেন্দ্র সচিবসহ কক্ষ পরিদর্শক বহিস্কার

কামরুজ্জামান শাহীন,ভোলা
প্রকাশিত: ১০:৪১ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ৩৮২

ভোলার লালমোহনে এসএসসি’র পদার্থ বিজ্ঞান ও ইতিহাস বিষয়ের পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র থেকে সচিব সহ ৫কক্ষ পরিদর্শককে বহিস্কার ও জেল জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ফেব্রুয়ারী) উপজেলার ধলীগৌরনগর পরীক্ষা কেন্দ্রে অনিয়ম করার দায়ে তাদেরকে বহিস্কার ও জেল জরিমানা করা হয়।

নিদিষ্ট বিষয়ের শিক্ষক কক্ষ পরিদর্শনে দেওয়ায় কেন্দ্র সচিব মুহাম্মদ মীজান উর রসীদকে ২বছরের জন্য বহিস্কার ও ৫শত টাকা জরিমানা করেন লালমোহন উপজেলা নিবার্হী অফিসার হাবীবুল হাসান রুমি। 

একই সাথে কেন্দ্র পরিদর্শক শিক্ষক নেপাল চন্দ্র কর,হাসানুজ্জামান,মনিরকেও  বহিস্কার করা হয়। এবং গজারিয়া গালর্স স্কুল এ- কলেজ কেন্দ্র থেকে উত্তরপত্র কারেকশন করে দেওয়ার অভিযোগে ওসমানগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের কক্ষ পরিদর্শক শিক্ষক আব্দুর রহমানকে ১মাসের কারাদ- দেন নিবার্হী ম্যাজিস্ট্রেট ইউসুফ হাসান।