মাভাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৫ পিএম, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০ | ৪৬০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে অর্থনীতি বিভাগের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৭ ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০ টায় বিভাগের সামনে বেলুন উড়িয়ে কর্মসুচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন।

এরপর এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে কেক কাটা হয় এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান ড. মোঃ নাজমুস সাদেকীন। এসময় ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মুজিবসহ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কমচারীবৃন্দ উপস্থিত ছিলেন।