ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:১৮ পিএম, রোববার, ১৬ ফেব্রুয়ারী ২০২০ | ৪৪৯

টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নে ছোট বাসালিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

১৬ ফেব্রুয়ারী রবিবার দুপুরে স্কুল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো. ছানোযার হোসেন।

ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল আজিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আলোকিতপ্রজন্ম এর উপদেষ্টা নাজমুল হুদা নবীন, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু,টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. হর্যরত আলী, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, প্রমুখ।