ঘাটাইলকে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইলের পাহাড়ি জনপদ ঘাটাইল উপজেলা কে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘাটাইল উপজেলা কে শতভাগ বিদ্যুতায়ন উপজেলা হিসেবে ঘোষণা করেন।
টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল- ৩ আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান, জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, সিভিল সার্জন ডা: মোহাম্মদ ওয়াহীদুজ্জামান, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম লেবু, ঘাটাইল পৌরসভার মেয়র মো. শহীদুজ্জামান খান শহীদ, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ সরকারি বেসরকারি র্কমর্কতা ও বিদুৎ সুবিধাভোগী জনগন উপস্থিত ছিলেন।