মির্জাপুরে অতিরিক্ত সচিবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুর সংবাদদাতা
প্রকাশিত: ০৭:১৫ পিএম, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭ | ৪৮৭

টাঙ্গাইলের মির্জাপুরে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিত করণ এবং সেবাদান প্রতিশ্রুতি বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার সকাল ১০.টার সময় থেকে এ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন, উপজেলা প্রশাসন মির্জাপুর,

টাঙ্গাইল জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল হালিম মহা পরিচালক (অতিরিক্ত সচিব) গভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়, ঢাকা।


অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন, পৌর মেয়র সাহাদৎ হোসেন সুমন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আজগর হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক প্রমুখ।

সভায় প্রধানমন্ত্রীর অঙ্গীকার ২০২১ সালের মধ্যে ১৫ বছরের নিচে বাল্য বিবাহকে শূন্য করা , ২০২১ সালের মধ্যে ১৫-১৮ বছর বয়সের মধ্যে সংঘটিত বাল্য বিবাহের হারকে এক-তৃতীয়াংশে নামিয়ে আনা, ২০৪১ এর মধ্যে বাল্য বিবাহ পুরোপুরি নির্মূল করা ইত্যাদি এবং যারা বিবাহ পড়ান তাদের উদ্দেশ্যে সচেতনতামূলক পরামর্শ দেয়া এ সভায়।

বাল্য বিবাহের প্রতিকার সম্পর্কে উপস্থিত সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ,বিবাহসম্পাদনকারী (ডাটাবেজ নাম অন্তর্ভূক্ত), বিবাহ নিবন্ধক কাজী ও পুুরোহিদের সাথে আইনানুগভাবে বিবাহ অনুষ্ঠান নিশ্চিত করণ বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।