জলঢাকায় ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

এস এম মোসফিকুর রহমান লাল, নীলফামারী  
প্রকাশিত: ০৬:০২ পিএম, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০ | ৫৯২
জলঢাকায় গোপন সংবাদের ভিত্তিতে ৩ শত ৮৪ পিচ ইয়াবাসহ স্বামী স্ত্রী কে আটক করেছে পুলিশ।
 
রোববার রাতে উপজেলার টেংগনমারী বাজারে অবস্থিত দুলাল হোসেনের ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন নীলফামারী সদর সর্দার পাড়ার ইউনুছ হকের ছেলে রিপন হক সিরাজ (৩৫) ও তার স্ত্রী সাহিদা বেগম (২৫)। থানা সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসা সহ বিভিন্ন মাদকের সাথে সম্পৃক্ত থেকে আইনের চোঁখ ফাঁকি দিয়ে শুকৌশলে দীর্ঘদিন থেকে ব্যবসা চালিয়ে আসছিলেন।
 
গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে এসআই বদরুদ্দোজা বাদলের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ ফোর্স অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে মাদক সহ হাতে নাথে আটক করতে সক্ষম হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করেন চারটি মোবাইল, বাইক  ও ইয়াবা।
 
এ বিষয়ে অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী স্বামী স্ত্রীকে সোমবার মাদকদ্রব্য আইনের একটি মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।