কালিহাতীতে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ

শুভ্র মজুমদার, কালিহাতী
প্রকাশিত: ০৪:২৭ পিএম, রোববার, ৯ ফেব্রুয়ারী ২০২০ | ৪০৭

মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন ও অর্থের চেক বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ ফেব্রম্নয়ারী) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে ৬১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ১৪৫ বান ঢেউটিন এবং প্রতিবানের সাথে ৩ হাজার টাকার চেক  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আনছার আলী বি, কম।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিক ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আসলাম সিদ্দিকী ভুট্টো, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সেহাব উদ্দিন সরকার প্রমূখ।

আলোচনা সভাটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদ।