টাঙ্গাইলে বিসিক শিল্প মেলার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০ | ৪৯৯

টাঙ্গাইলে “ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও পণ্য প্রদর্শনী” এ স্লোগানকে সামনে নিয়ে ১০ দিন ব্যাপী বিসিক শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

বৃহস্প্রতিবার ৬ ফেব্রুয়ারী দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে টাঙ্গাইল জেলা প্রশাসন ও টাঙ্গাইল বিসিক এর যৌথ উদ্যাগে এ মেলার শুরু হয়। ।

মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

টাঙ্গাইলের প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির,বিসিক (বিপপন,নকশা ও কারুশিল্প) এর পরিচালক ও যুগ্ম সচিব মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফউজ্জামান স্মৃতি,সভাপতি টাঙ্গাইল প্রেস ক্লাব ও নসিবের সভাপতি জাফর আহমেদ, চেম্বার অব কমার্স এন্ড এন্ডষ্ট্রির সভাপতি খান আহমেদ শুভ প্রমুখ।

মেলায় প্রায় অর্ধশত বিভিন্ন প্রকারে পণ্যের স্টল স্থান পেয়েছে। এর আগে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল ঘুরে পরিদর্শন করেন।

এসময় বিসিক কর্মকর্তা ও ব্যবসায়ী নেত্বৃবৃন্দ উপস্থিত ছিলেন।