ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত


ফুটবল টুর্নামেন্ট-২০১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল ঐতিহ্যবাহী সুরুজ মাঠে যেন সর্বদা বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে মেতেই থাকে।
তারই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে চলে আসছিলো ফুটবল টুর্নামেন্ট-২০১৭ ফুটবল র্টুনামন্টে।
উত্তোজনা মূলক ও উৎসবমূখর পরিবেশে শেষ হলো ফাইনাল খেলা । এ খেলায় আইসড়া ফুটবল একাদশ" বনাম " মহলো র্স্পোটিং ক্লাব অংশ নেয় । আইসড়া ফুটবল একাদশ মহলো র্স্পোটিং ক্লাবকে ১/০ গোলে পরাজিত করে । গতকাল ৮-১২-২০১৭ (শুক্রবার) বিকালে সুরুজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন ।
এসময় তিনি বলেন ফুটবল খেলা হচ্ছে গ্রাম বাংলার ঐতহ্যিবাহী খেলা । আমাদরে গ্রাম বাংলার যুব সমাজ যে আজকে ঐতিহ্য ধরে রেখেছে এজন্য আমি যুবকদরে ধন্যবাদ জানাই ।
খেলাধুলা ও বিনোদনের মাধ্যমইে আজ যুব সমাজকে নেশা ও বিভিন্ন অপরাধ থেকে বিরত রাখতে হবে।
রহুল আমিন খোকন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ হাসান ইমাম খান সোহলে হাজারী,টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহাজান জয়, আলহাজ্ব মোঃ খোরসদে আলম এডভোকটে,চেয়ারম্যান টাংগাইল সদর উপজলো পরষিদ,তোফাজ্জল হোসনে খান তোফা সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগের সকল নেত্ববৃন্দ।