১০ দিনে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে করোনার সংক্রমণ!

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৬:২৩ পিএম, বুধবার, ২৯ জানুয়ারী ২০২০ | ৪০৩

হামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই সর্বোচ্চ সংক্রমণের পর্যায়ে পৌঁছাবে বলে মত দিয়েছেন চীনের প্রখ্যাত সংক্রামক বিশেষজ্ঞ ঝং নানশন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশটির সরকারি সংবাদমাধ্যম শিনহুয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ মত দেন তিনি।

ঝং বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ কখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে সেটা অনুমান করা দুষ্কর। তবে আমি মনে করি আগামী এক সপ্তাহ কিংবা ১০ দিনের মধ্যেই এই ভাইরাসটির সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এই অবস্থানে যাওয়ার পর ভাইরাসটি আর এতটা দ্রুত সংক্রমিত হবে না।

চীনে করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য গঠিত সরকারি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনরত ঝং বলেন, এই ভাইরাসের প্রাদুর্ভাব দুই উপায়ে রোধ করা সম্ভব। প্রথমত শুরুতেই শনাক্ত করা এবং আক্রান্তকে আলাদা করে ফেলা। এগুলোই সবচেয়ে কার্যকর উপায়।

জ্বর, সর্দি, কাশিই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার প্রাথমিক লক্ষণ বলেও এসময় জানান তিনি।