বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ পালন


সারা বিশ্বের ১৮২ টি দেশের ন্যায় নানা আয়োজনে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে বেনাপোলে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২০ পালিত হয়েছে।
রোববার সকাল ৯ টার সময় বেলুন ও কবুতর উড়িয়ে দিবসটির শুভ সচনা করেন কাস্টমস এর উর্দ্ধতন কর্মকর্তারা।
এর আগে সকাল সাড়ে ৮ টার সময় বেনাপোল কাস্টমস হাউজ থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়ে বেনাপোল এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ সময় কাস্টমস কর্মকর্তা কর্মচারী,স্থানীয় ব্যবসায়ী, সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।
বেলা সাড়ে ১০ টার সময় কাস্টমস হাউজের মাঠে বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মেফতাফ উদ্দীন খান, যশোর কাস্টমস এক্সাইজ ও ভাট কমিশনারেট জাকির হোসেন, জেলা প্রশাসক শফিউল আরিফ, জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন পিপিএম-সেবা, বেনাপোল সিএন্ড এফ এ্যসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন প্রমুখ।