টাঙ্গাইলে আব্দুস সবুর তালুকদার স্মৃতি ফাইনাল অনুষ্ঠিত

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৪ এএম, শনিবার, ২৫ জানুয়ারী ২০২০ | ১৭৩২

টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার ধূলটিয়া এলাকায় মরহুম আব্দুস সবুর তালুকদার স্মৃতি ফাইনাল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল টুর্নামেন্টে রুপসী যাত্রা এলাকার আরএমজি ক্লাব দল ধুলটিয়া ব্যাবসায়ী সমিতির ব্লাক এন্ড হোয়াইট দলকে ১-০ গোলে পরাজিত করেছে।

টূর্নামেন্টে অংশ নিয়েছে মোট ১৮টি দল। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলার ধূলটিয়া মাঠে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিযোগীতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়র হোসেন।

সাবেক জেলা প্রশাসক এম হাবিবুল্লাহ এর সভাপতিত্বে টূর্নামেন্টে আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনসারী, সমাজ সেবক মো. মোজাম্মেল হোসেন তালুকদারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

খেলার প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। শেষার্ধে গিয়ে রুপসী যাত্রা এলাকার আরএমজি ক্লাব দল ধুলটিয়া ব্যাবসায়ী সমিতি ক্লাব দল ব্লাক এন্ড হোয়াইটকে ১-০ গোলে পরাজিত করে।