প্রধানমন্ত্রীর দেওয়া ৯ লাখ ৯০ হাজার টাকার চেক দিলেন এমপি ছানোয়ার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪০ পিএম, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২০ | ১৫৪২

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে হতদরিদ্র ২৩ জন অসুস্থ ব্যক্তির চিকিৎসার জন্য দেওয়া ৯ লাখ ৯০ হাজার টাকার টাকার চেক হস্তান্তর করলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

আজ শুক্রবার সকালে তার নিজ বাসায় তৃনমুলে তিনি এই চেক অসুস্থ ব্যাক্তিদের হাতে তুলে দেন।

সংসদ সদস্য ছানোয়ার হোসেন জানান, আবেদনের পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল সদর উপজেলার ২৩ জন অসুস্থ অসহায় ব্যক্তির চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী এই অর্থ বরাদ্ধ দিয়েছেন। বরাদ্ধের ৯ লাখ ৯০ হাজার টাকার চেকগুলো এর মধ্যে আট জনকে ৩০ হাজার করে এবং ১৫ জনকে ৫০ হাজার টাকার চেক তিনি সবার হাতে তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান আলহাজ¦ শাহ্জাহান আনসারী,ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন,আওয়ামীলীগ নেতা কাজী শফিকুল মওলা দোয়েল প্রমুখ।