টাঙ্গাইলে চরাঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন ডিসি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৫ এএম, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০ | ৪৫৪

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনার দূর্গম চরাঞ্চলের শীতার্ত ও অসহায়দের মাঝে ৬’শ শীতবস্ত্র ও ৫০ টি শাড়ি কাপড় বিতরণ করেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. শহীদুল ইসলাম।

সোমবার বিকালে উপজেলার গাবসারা ও অজুর্না ইউনিয়নের চরাঞ্চলের চরবিহারী, গোবিন্দপুরসহ বিভিন্ন এলাকায় এই শীতবস্ত্র ও শাড়ি কাপড় বিতরণ করা হয়।

এ সময় শীতবস্ত্র নিতে আসা চরবিহারী গ্রামের রহিমা বেওয়া বলেন, এতো বড় মানুষ আমগো গামে (গ্রামে) আইসা কম্বল দিল। আমরা মেলা খুশি। গোবিন্দপুর গ্রামের আয়শা বেগম বলেন, শীতে খুব কষ্টপায় পোলাপানগুলা। গরীব মানুষ তাই কষ্টে কোনো মতে পুরাতন কাপড় দিয়ে শীত নিবারণ করি। বড় (ডিসি)স্যার হাত থেকে কম্বল পাবো আশা করি নাই। এ ছাড়াও আরো অনেকেই বলেন, আগে কেউ শীত নিবারণের জন্য কম্বল বা কিছু নিয়ে এগিয়ে আসেনি। যিনি কম্বল দিলেন তিনি নাকি অনেক বড় মানুষ। তিনি (ডিসি) এই দূর্গম চরাঞ্চলে এসে আমাদের মত দরিদ্রদের মাঝে শীতবস্ত্র দিলেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহিদ উল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আসলাম হোসাইন, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো.আব্দুল গনি, থানা অফিসার ইনচার্জ মো.রাশিদুল ইসলাম, গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, অজুর্না ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্ল্যা প্রমুখ।