প্রিয় টাঙ্গাইল জেলা ফেসবুক গ্রুপের কম্বল বিতরণ

স্টার্ফ রিপোটার
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০ | ৪১৬

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে বিভিন্ন বয়সের ভিন্ন শ্রেণি-পেশার মানুষের অনলাইন ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন "প্রিয় টাঙ্গাইল জেলা গ্রুপে"র উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল শহরের নিরালা মোড় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১৭ জানুয়ারি শুক্রবার সকালে দরিদ্র ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।  

সামাজিক সেবামূলক কাজে অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণী-পেশার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণের সমন্বয়ে কয়েক বছর পূর্বে গঠিত হয় এই "প্রিয় টাঙ্গাইল জেলা" ফেসবুক গ্রুপ।

এই গ্রুপের সদস্যরা বন্যায় ত্রাণ সরবরাহ, দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, বাল্যবিয়ে প্রতিরোধে ভূমিকা সহ বিভিন্ন সামাজিক সেবামূলক কাজে পর্যায়ক্রমে অংশগ্রহণ করে আসছে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলে ভাসমান দুস্থ শীতার্ত মানুষদের একত্রিত করে এই কম্বল বিতরণের আয়োজন করা হয়েছিল।