ঘাটাইলে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ | ৫৭৯

টাঙ্গাইলের ঘাটাইলে প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের ভেতর প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয়ের সামনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, ইউএনও মোহাম্মদ কামরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) নূরুন নাহার বেগম, সংঘের সভাপতি হাসান আলী মিয়া, অবসর প্রাপ্ত অধ্যক্ষ অধীর চন্দ্র সাহা, মো. হায়দার আলী, হাজী আব্দুস সামাদ সরকার প্রমুখ।