টাঙ্গাইলে আড়াই হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ


টাঙ্গাইলে আড়াই হাজার শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
রোববার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ,কাতুলী,ছিলিমপুর ও মাহমুদনগর ইউনিয়নের সুবিধাবঞ্চিত শীতার্থ মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান আনসারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হর্যরত আলী, শহর আওয়ামী লীগের সহ-সভাপতি আকরাম হোসেন কিসলু, আওয়ামী লীগ নেতা কাজী শফিকুল মওলা দোয়েল, কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন প্রমুখ।
পরে সন্ধ্যায় শহরের নিরালা মোড়ে শতাধিক দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি।