ধনবাড়ী-মধুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন


“অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এই শ্লোগানকে ধারন করে টাঙ্গাইলের মধুপুর-ধনবাড়ীতে শনিবার দুপুরে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মধুপুর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটয়িামে প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন মধুপুর উপজলা পরিষদ চেয়ারম্যান আলহাজ সরোওয়ার আলম খান আবু। বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান জষ্ঠিনা নরেক, এএসপি (মধুপুর)সার্কেল কামরান,মধুপুর থানার ওসি তারিক কামাল প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অপরদিকে,ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকার সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন ধনবাড়ী উপজলা পরিষদ চেয়ারম্যান আলহাজ হারুনার রশিদ হীরা। বঙ্গবন্ধুর জীবনী তুলে ধরে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল, ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মতিউর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন কালু প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।