মিঠাপুকুরে মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রুবেল ইসলাম,রংপুর
প্রকাশিত: ০৫:৪১ পিএম, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২০ | ৭২২
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ মানবাধিকার কমিশন( BHRC) এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ও প্রতিষ্ঠাতার ৬২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার বিকেলে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার নিজ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
এতে  মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা সভাপতি আজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকতা  মামুন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা  আনোয়ার হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মিঠাপুকুর উপজেলা শাখার নির্বাহী সভাপতি এমদাদুল হক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমানসহ প্রমূখ ।
 
প্রতিষ্ঠাবার্ষিকী ও জন্মবার্ষিকীতে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মানবাধিকার কর্মীরাসহ নানান সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।